শেষ হল দুদিন ব্যাপি আয়োজিত উপজেলা ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ। সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় গত ৯ ও ১০ সেপ্টেম্বর দুদিন ব্যাপি মেলার আয়োজন করা হয়। উক্ত মেলায় উপজেলার ৮টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, উপজেলা স্বাস্থ্য অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলার ৪টি উচ্চ বিদ্যালয়, গ্রামীনফোন ও ই-কর্ণার প্রত্যেকে আলাদা আলাদা স্টলে মেলায় অংশ গ্রহণ করে। মেলায় ইউডিসিগুলোর পক্ষ থেকে বিভিন্ন অনলাইন সেবা, ই-মেইল আইডি, স্কাইপ আইডি, ফেইসবুক আইডি, আপেল আইডি খোলে দেওয়ার ব্যবস্থা ছিল। এছাড়া মেলার অন্যতম ছিল ডিজিটাল লটারী। উক্ত মেলা আয়োজনে উপজেলা প্রশাসন থেকে আমাকে অনেক দ্বায়িত্ব পালন করতে হয়। মেলার স্টল ডেকোরোশন, ব্যানার, অনুষ্টানের ব্যানারসহ যাবতীয় কাজের দ্বায়িত্ব পড়ে আমার উপর। যার দরুন সময় দিয়ে আর ব্লগ বা ফেইসবুকে স্ট্যটাস দেওয়ার সময় হয়ে উঠেনি। যাই হোক সমাপনী অনুষ্টানে যখন পুরষ্কার বিতরনের সময় হলো তখন ১ম স্থান অধিকার ঘোষণা শুনা মাত্র মনটা আনন্দে ভরে উঠে। তৃতীয় বারের মতো উপজেলার শ্রেষ্ট পুরষ্কার পায় আমার পরিচালনাধীন অলংকারী ইউনিয়ন ডিজিটাল সেন্টার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস