আলহাজ্ব মিনা বেগম নূরানীয়া মহিলা দাখিল মাদ্রাসা বালাগঞ্জ উপজেলার একমাত্র মহিলা দাখিল মাদ্রাসা নামে সু-পরিচিত। মাদ্রাসাটি ঢাকা -সিলেট মহাসড়কের ২০০ মিটার পশ্চিম পাশে ৮নং তাজপুর ইউনিয়নের দুলিয়ারবন্দ গ্রামে অবস্থিত। মাদ্রাসাটি ৩ তলা বিশিষ্ট (L) এল সাইজের দালান।
আলহাজ্ব মিনা বেগম নূরানীয়া মহিলা দাখিল মাদ্রাসাটি বিগত ২৩.০৬.১৯৯৬ ইং সনে প্রতিষ্ঠা করেন ওসমানীনগর থানাধীন ৮নং তাজপুর ইউনিয়নের দুলিয়ারবন্দ গ্রামের সনামধন্য প্রবাসী আলহাজ্ব জনাব মোঃ মুছা (পংকি মিয়া), পিতাঃ মৃত মোঃ ছোয়াদ আলী। এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সার্বিক সহযোগীতা ও অনুপ্রেরণা দিয়েছেন তাঁহারই সহধর্মিনী আলহাজ্ব জনাবা মিনা বেগম। ১৯৯৯ ইং সনে প্রতিষ্ঠানটি নবম শ্রেণী খোলার অনুমতি লাভ করতঃ পরবর্তীতে দাখিল (সাধারণ) স্বীকৃতি ও লাভ করে। ২০০০ ইং সাল থেকে অদ্যাবধি দাখিল ফাইন্যাল পরীক্ষায় ছাত্রীরা সাফল্যের সাথে অংশগ্রহণ করে আসছে। প্রতিষ্টালগ্ন থেকে অদ্যাবধি মাদ্রাসার যাবতীয় ব্যয় ভার বহন করে আসছেন প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্ব মোঃ মুছা (পংকি মিয়া) ও তাঁহার পরিবারবর্গ। বিগত ২৪.০৫.২০০৪ ইং তারিখে প্রতিষ্ঠানটি এম,পি,ও, ভুক্ত হয় এবং বিগত ২০১১ সালের দাখিল উত্তীর্ণ ছাত্রীদের নিয়ে ২০১২ ইং সাল থেকে আলিম/ আই,এ,ক্লাস চালু করা হয়েছে।
(শ্রেণী ভিত্তিক/২০১২)
ক্রমিক নং | শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
১ | ১ম | ২৫ | ৩৫ | ৬০ |
২ | ২য় | ২৮ | ২৪ | ৫২ |
৩ | ৩য় | ১৬ | ২৯ | ৪৫ |
৪ | ৪র্থ | ১৬ | ১৭ | ৩৩ |
৫ | ৫ম | ২৮ | ২৭ | ৫৫ |
৬ | ৬ষ্ট | - | ২৫ | ২৫ |
৭ | ৭ম | - | ১৮ | ১৮ |
৮ | ৮ম | - | ২৩ | ২৩ |
৯ | ৯ম | - | ২০ | ২০ |
১০ | ১০ম | - | ১৩ | ১৩ |
১১ | ১১তম | - | ১৩ | ১৩ |
মোট | ১১৩ | ২৪৪ | ৩৫৭ জন |
(বিগত ৩০.১২.১৯৯৩ ইং সালে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্ব মোঃ মুছা (পংকি মিয়া) ‘‘আলহাজ্ব মিনা বেগম ওয়েল ফেয়ার ট্রাষ্ট’’ নামে একটি ট্রাষ্ট প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে মাদ্রাসাটি উক্ত ট্রাষ্ট কর্তৃক পরিচালিত হয়ে আসছে।) ট্রাষ্ট কর্তৃক গঠিত পরিচালনা কমিটি নিম্নরূপঃ
ক্রমিক নং | নাম | পদবী |
১ | মাওঃ কাজী রফিক আহমদ | সভাপতি |
২ | মাওঃ মোঃ আব্দুল কাইয়ূম | সদস্য সচিব |
৩ | মাওঃ মোঃ ছাদিকুর রহমান শিবলী | অভিভাবক সদস্য |
৪ | জনাব লাকি আহমদ | অভিভাবক সদস্য |
৫ | জনাবা মিনারা বেগম | মহিলা অভিভাবক সদস্য |
৬ | মাওঃ মোঃ ইউনুস আলী | শিক্ষক প্রতিনিধি |
৭ | মাওঃ মোঃ আবুল কালাম আজাদ | শিক্ষক প্রতিনিধি |
এসএসসি পরীক্ষাঃ
পরীক্ষার সন | ছাত্রী সংখ্যা | উত্তীর্ণ | পাশের হার |
২০০৭ | ০৯ | ০৮ | ৮৮.৮৮% |
২০০৮ | ০৭ | ০৬ | ৮৫.৭১% |
২০০৯ | ০৮ | ০৮ | ১০০% |
২০১০ | ১১ | ১০ | ৯০.৯০% |
২০১১ | ২০ | ১৬ | ৮০% |
অত্র প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা ৩০% সরকারী উপবৃত্তি সহ বেসরকারীভাবে বিভিন্ন বৃত্তি লাভ করে আসছে। তাছাড়া প্রতিষ্ঠানে সহ শিক্ষা কার্যক্রম সহ সভা, সেমিনার ও অন্যান্য কার্যক্রম যথাযথভাবে পালিত হয়ে আসছে।
অত্র মাদ্রাসা ইবতেদায়ী, জে,ডি,সি ও পাবলিক পরীক্ষায় এ + সহ ভাল ফলাফল অর্জন করে আসছে। এমনকি ২০১০ ইং সালের ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় বালাগঞ্জ উপজেলার ২০টি মেধা তালিকার মধ্যে উক্ত মাদ্রাসা একক ভাবে ৭টি মেধা তালিকার স্থান দখল করতে সক্ষম হয়েছে।
আগামীতে অত্র মাদ্রাসার আলিম অনুমতি ও স্বীকৃতি গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সহ বিজ্ঞান বিভাগ ও কম্পিউটার শাখা খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ডাকঃ তাজপুর, থানাঃ ওসমানীনগর, উপজেলাঃ বালাগঞ্জ, জেলাঃ সিলেট
ওসমানীনগর থানার ৮নং তাজপুর ইউনিয়নের তাজপুর বাজার থেকে দক্ষিণ দিকে ৫০০ মিটার দূরে ঢাকা- সিলেট মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত।
১। মোমিনা বেগম- ৫.০০
২। আমিনা বেগম- ৪.৯৪
৩। আয়েশা সিদ্দিকা চৌধুরী- ৪.৫৬
৪। সাবিহা ইয়াছমিন- ৪. ৫৬
৫। আয়েশা বেগম- ৪.৫৩
৬। নুরুন নেছা- ৪.৭৪
৭। সিনথীয়া মারিয়াম- ৪.৮৯
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস