সিলেট জেলার ওসমানীনগর থানার তাজপুরে ঢাকা-সিলেট মহাসড়ক এর পাশে অবস্থিত তাজপুর ডিগ্রি কলেজ ।ইহা একটি স্বনামধন্য কলেজ। তাজপুর ডিগ্রি কলেজে এক হাজারের অধিক ছাত্র/ছাত্রী অধ্যায়ন রত রয়েছে।এর রয়েছে সুপরিসর বিশাল ক্যম্পাস।সিলেট বিভাগের মান সন্মত কলেজ গুলোর মধ্যে তাজপুর ডিগ্রি কলেজ অন্যতম।অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর মাধ্যমে সব সময় শিক্ষার শত ভাগ মাননিশ্চিত করা হয় ।
১৯৭২ সালের ১লা জুলাই তাজপুর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করা হয়।কলেজটি প্রতিষ্ঠা করেন ‘‘মরহুম,জনাব আজ্হার আলী ’’এবং এই কলেজ প্রতিষ্ঠার উদ্দৌক্তা ছিলেন ‘‘কমরেড্ মরহুম জনাব,আছদ্দর আলী’’।এই কলেজের প্র ম অধ্যক্ষ ছিলেন ‘‘স্বর্গীয় বাবু সুধীর চন্দ্র পাল’’। তাদের এই অবদান আজও বিনম্র ভাবে স্মরণ করা হয়।
শ্রেণী ভিত্তিক)
শ্রেনী সেশন ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা মোট
একাদশ ২০১১/২০১২ ৩১৩ ১৩২ ৪৪৫
দ্বাদশ ২০১০/২০১১ ২৬৪ ১৪৬ ৪১০
সড়বাতক(পাস)১ম বর্ষ ২০১০/২০১১ ৩৩ ৩৬ ৬৯
সড়বাতক(পাস)২য় বর্ষ ২০০৯/২০১০ ২৫ ৪২ ৬৭
সড়বাতক(পাস)৩য় বর্ষ ২০০৮/২০০৯
২০০৭/২০০৮
২৮ ৫৯ ৮৭
মোট ছাত্র= ৬৬৩ মোট ছাত্রী= ৪১৫ সর্বমোট= ১০৭৮
ক) কমিঠির ধরনঃ নিয়মিত ।
খ) কমিঠির মেয়াদঃ ১৮/০৯/২০১১ হইতে ১৭/০৯/২০১৪ ইং পর্যন্ত ।
গ) কমিঠির সদস্য সংখ্যাঃ ১২ জন
ঘ) সভাপতিঃ আল্হাজ্ব জনাব,শফিকুর রহমান চৌধুরী (মাননীয় সংসদ সদস্য, সিলেট-০২)
সাল এইচ,এস,সি
সাল বি,এ
২০১১ ৭৫% ২০০৯ ৫২%
২০১০ ৭৫% ২০০৮ ৭৪%
২০০৯ ৭২% ২০০৭ ২৮%
২০০৮ ৮৯% ২০০৬ ৬৯%
২০০৭ ৫৯% ২০০৫ ২০%
বোর্ড ও বিশ্ববিদ্যালয় পরীক্ষায় সন্তোষ জনক ফলাফল।
কলেজ সরকারীকরন ও অনার্স কোর্স চালু করা।
গ্রামঃ তাজপুর , ডাকঃতাজপুর, থানাঃ ওসমানীনগর জেলাঃ সিলেট ।
ইমেইলঃ tajpurcollege1972@gmail.com
ফোনঃ +৮৮০৮২৪২৫৬০২০
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস